নবী নবী করে আর কত কাল

লেখকঃ মুহাম্মদ সেলিম রিয়াদ।

নবী নবী করে আর কত কাল আমি কাঁদব!
আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব।

এই কাঁদনের কবে জানি হবে সমাধি,
কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী,
সেই নদী কেঁদে বলে সাগর বানাব।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব!

সবাই আছে আমার তবু মনে হয় আমি একা,
ততদিন লাগবে একা যতদিন পাবনা তোমার দেখা,
নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব।
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব।

কাঁদি আমি বুকে নিয়ে নবী দেখার আশা
দিনে দিনে বাড়তে আছে নূর নবীর ভালবাসা,
আশায় আশায় নয়ন ভাসাই আর কতদিন বাচব!
নবী নবী করে আর কত কাল আমি কাঁদব।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় নাত সমূহ।

আমি ধন্য ওগো রাসুল

তাজেদারে হারাম! হো নিগাহে কারাম।