পোস্টগুলি

নাতে মুস্তাফা সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

তাজেদারে হারাম! হো নিগাহে কারাম।

ছবি
সংকলিতঃ আতিফ আসলাম এর কোক স্টোডিও ভিডিও থেকে। কিসমাত মে মেরি চ্যাইন সে জ্বীনা লিখ দে, ডুবে না কাভি মেরা সাফিনা লিখ দে, জান্নাত ভি গাঁওয়ারা হে লেকিন মেরে লিয়ে অ্যায় কাতিবে তাক্বদীর! মাদিনা লিখ দে। তাজেদারে হারাম! হো নিগাহে কারাম হাম গারীবো কে দিন ভি সাঁওয়ার যায়েঙ্গে হামিয়ে বেকাসা কেয়া কাহেগা জাহাঁ আপকে দার সে খালি আগার যায়েঙ্গে। তাজেদারে হারাম তাজেদারে হারাম কোয়ি আপনা নেহি গাম কে মারে হ্যায় হাম আপকে দার পে ফারিয়াদ লায়ে হ্যায় হাম হো নিগাহে কারাম ওয়ারনা চৌখাট পে হাম আপকা নাম লে লে কে মার যায়েঙ্গে তাজেদারে হারাম তাজেদারে হারাম কেয়া তুমসে কাহুঁ অ্যায় আরাব কে কুঁয়ার তুম জানাত হো মান কি বাত্বিয়া দারে ফুরক্বাত তো আয়ে উম্মি লাক্বাব কাটেনা কাটাথ হ্যায় আব রাত্বিয়া তোরে প্রিত ম্যায় সুদ বুদ সাব বিযরি কাব তাক ইয়ে রাহেগি বেখাবরি দাহে কা পিগান দুযদি দা নাজার কাভি সুন ভি তো লো হামরি বাত্বিয়া আপকে দার সে কোয়ি না খালি গায়া আপনে দামান কো ভার কে সাওয়ালি গায়া। হো হাবীবে হাযিঁ পার ভি আক্বা নাজার ওয়ারনা অওরাকে হাস্তি বিখার যায়েঙ্গে তাজেদারে হারাম তাজেদারে হারাম ম্যায়কাশো আও আও

ইক বার মাদিনে মে হো যায়ে

ছবি
সংকলিতঃ মিলাদ রেজা ক্বাদেরি এর নাত থেকে। ইক বার মাদিনে মে, হো যায়ে মেরা যানা, ফির অর না কুচ মাঙ্গে সারকার কা দিওয়ানা। পাল পাল মেরা দিল তাড়পে দিন রাত কারে জারি কাব আউ মাদিনে মে, কাব আয়ে মেরি বারি, কাব যাকে মে  দেখুঙ্গা দারবারে য়ো শাহানা। ইতনি সি তামান্না হ্যায় হো যায়ে আগার পুরি যা দেখু মাদিনে মে হো যায়ে যো মাঞ্জুরি বিন দিদ কিয়ে শাহা মার যায়ে না দিওয়ানা। ইস আঁস পে জ্বীতা হুঁ ইক রোজ বুলায়েঙ্গে অর গুম্বাদে খাজরা কা দিদার কারায়েঙ্গে ফির পেশ কারুঙ্গা ম্যায় আশ্বকু ভারা নাজরানা। বেচ্যান নিগাহো কো দিদার আতা কারদো দামান মেরে খুশিয়ো সে ইয়া শাহে উমাম ভার দো আবাদ খোদা রাক্ষে আক্বা তেরা মেহখানা।

আমি ধন্য ওগো রাসুল

ছবি
লেখকঃ মুহাম্মদ সেলিম রিয়াদ। আমি ধন্য ওগো রাসুল তোমাকে পেয়ে। আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আমি সব নেয়ামত পেয়েছি তোমারি সদকায় তাইতো আমি আল্লাহর পরে তোমার গুন গাই। আমি গাইব গুনগান তোমার মুহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী তোমার দিকে ঝুকে পরে সৃষ্টির সবি তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুকে পরে সর্বদা ভিক্ষুক হয়ে। নিদান কালে করবে সবাই নাফসী নাফসী মোদের নবী কাঁদবে, মোরা কেমনে বাঁচি। আমি সেই নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে।

নবী নবী করে আর কত কাল

ছবি
লেখকঃ মুহাম্মদ সেলিম রিয়াদ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব! আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী, সেই নদী কেঁদে বলে সাগর বানাব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব! সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন লাগবে একা যতদিন পাবনা তোমার দেখা, নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। কাঁদি আমি বুকে নিয়ে নবী দেখার আশা দিনে দিনে বাড়তে আছে নূর নবীর ভালবাসা, আশায় আশায় নয়ন ভাসাই আর কতদিন বাচব! নবী নবী করে আর কত কাল আমি কাঁদব।

এসেছি একা যাব যে একা

ছবি
সংকলনঃ জানে আলম রেজা এর নাত থেকে। এসেছি একা, যাব যে একা, যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা! মনে মনে, সর্বক্ষনে, লাগে নবীর দুরূদ মধু মাখা। যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা! এই দেহেরি হৃদপিঞ্জরে, লিখা আছে নূর নবীর নাম। তাইতো আমার প্রতি দমে দমে গাই শুধু নবীর দুরূদ সালাম। উম্মতের কান্ডার, নবী রহমতের ভান্ডার, শাফায়াতের কান্ডারি আমার আক্বা। যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা! একটি আশা আমার এই অন্তরে, দেখব রওজা নবীর দু নয়ন ভরে, যদি না পাই দেখা এই জীবনে, দিও দেখাগো নবী আমার মরণে, নাই কিছু চাওয়ার শুধু চাই নবীর দিদার। শাফায়াতের কান্ডারি আমার আক্ব। যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা।

ক্বাদাম ক্বাদাম পে খোদা কি মাদাদ

ছবি
সংকলনঃ ওয়াইস রেজা ক্বাদেরি এর নাত থেকে। ক্বাদাম ক্বাদাম পে খোদা কি মাদাদ পৌঁহচ তি হ্যায়। দুরূদ সে মেরে দিল কো রাসাদ পৌঁহচতি হ্যায়। ইয়ে আসমা ভি ওয়হা তাক নেহি পৌঁহচ সাকতা যাহ তাক আপ কি কাদমোঁ কি হাদ পৌঁহচতি হ্যায়। সার আপনা পায়ে রিসালাত মা'আব পার রাখ দুঁ তো আসমা পে বুলান্দি ইয়ে ক্বাদ পৌঁহচতি হ্যায়। জুলুসে ইশক্বে নাবী কা হো যিস তারাফ সে গুযার মেরে জুনুঁ কো ভি লেকান ক্বিরাদ পৌহঁচতি হ্যায়। দুরূদ কা দিয়া যাতা হ্যায় যাব সাওয়াব মুঝে বাহিশ্ত তাক মেরে দো গাজ লাহাদ পৌঁহচতি হ্যায়। সালামো নাতে মুজাফ্ফার ইয়াহা মে পাড়তা হুঁ ক্বুবুলিয়াত কি হারাম সে সানাদ পৌঁহচতি হ্যায়।

বিগড়ি হুই বান্তি হ্যায়

ছবি
সংকলনঃ আলহাজ্ব খোরশেদ আহমেদ এর নাত। বিগড়ি হুই বানতি হ্যায় হার বাত মাদিনে মে। গামখারে মুহাম্মাদ (দঃ) কি হ্যায় জাত মাদিনে মে। আও ভি গুনাহগারো পহচো  ভি মাদিনে মে, বাটতি হ্যায় শাফা'আত কি খায়রাত মাদিনে মে। জিস কি না সাহার হুয়ে আল্লাহ ক্বায়ামাত তাক, অ্যায়সি ভি তো আযায়ে একরাত মাদিনে মে। রেহমাত কি ঘাটায়ে হোঁ, রওজে পে নিগাহে হোঁ অ্যায় কাশ য়ো আযায়ে লামহাত মাদিনে মে। কুচ আশ্বকে নিদামাত কে, কুচ হার্ দুরুদো কে, ইয়ে লেকে চালেঙ্গে হাম সওগাত মাদিনে মে। ইসয়া কি সিয়াহি কো ধোঁ ডালে যো দাম ভার মে, হোতি হে য়ো রেহমেত কি বারসাত মাদিনে মে। ইয়ে আঁস নিয়াজি হে দুলহাঁ জিয়ারাত হো, যায়েগি গুলামো কি বারাত মাদিনে মে।