এসেছি একা যাব যে একা

সংকলনঃ জানে আলম রেজা এর নাত থেকে।

এসেছি একা, যাব যে একা,
যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা!
মনে মনে, সর্বক্ষনে,
লাগে নবীর দুরূদ মধু মাখা।
যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা!

এই দেহেরি হৃদপিঞ্জরে,
লিখা আছে নূর নবীর নাম।
তাইতো আমার প্রতি দমে দমে
গাই শুধু নবীর দুরূদ সালাম।
উম্মতের কান্ডার,
নবী রহমতের ভান্ডার,
শাফায়াতের কান্ডারি আমার আক্বা।
যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা!

একটি আশা আমার এই অন্তরে,
দেখব রওজা নবীর দু নয়ন ভরে,
যদি না পাই দেখা এই জীবনে,
দিও দেখাগো নবী আমার মরণে,
নাই কিছু চাওয়ার
শুধু চাই নবীর দিদার।
শাফায়াতের কান্ডারি আমার আক্ব।
যাওয়ার বেলায় পাব কি নবীর দেখা।

মন্তব্যসমূহ

জনপ্রিয় নাত সমূহ।

নবী নবী করে আর কত কাল

আমি ধন্য ওগো রাসুল

তাজেদারে হারাম! হো নিগাহে কারাম।